কলাপাড়ায় এল,জি,ইডির,জেলা প্রধান প্রকৌশলীর ক্ষতিগ্রস্ত রাস্তা ও স্লুইসগেট পরিদর্শন
প্রকাশিত : ৬ জুন ২০২০
নয়নাভিরাম গাইন, কলাপাড়া: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার, নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর হইতে নিউ পারা পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তা ও নিচ কাটা স্লুইসগেট পরিদর্শন। গতকাল ৫ই জুন রাত্রে এল, জি, ইডির, জেলা প্রধান প্রকৌশলী মোঃ আব্দুস সত্তার নিজে এসে ক্ষতিগ্রস্ত রাস্তা ও স্লুইসগেট পরিদর্শন করেন।
তার সাথে ছিলেন এল, জি, ইডির, কলাপাড়া উপজেলা প্রধান প্রকৌশলী মোঃ মোহর আলী। এসময় জেলা প্রধান প্রকৌশলী উল্লেক্ষিত ক্ষতিগ্রস্ত রাস্তাও স্লুইসগেট দেখে দুঃখপ্রকাশ করেন এবং বলেন তদা রকির লোকের অভাবে উপজেলা শহরের কাছের এই রাস্তার এ অবস্থা তবেএখন খুব দ্রুতই সংস্কার করে চলাচল উপযোগী তৈরী করা হবে।
এই আশ্বাস প্রদান করায় এলাকা বাসীর মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা জেলা প্রধান প্রকৌশলীর সরাসরী সরেজমিন পরিদর্শন করায় তাকে ধন্যবাদ জানান। তারা আশা করেন জেলা প্রধান প্রকৌশলীর সরাসরি হস্তক্ষেপে তাদের এই দীর্ঘ দিনের কষ্ট অচিরেই লাঘব হবে।