১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশ
প্রকাশিত : ৬ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের কাছে পুলিশের চেকপোস্টে ঢাকা গামীকোচ আরপি স্পেশাল রোকেয়া পরিবহনে তল্লাশী চালিয়ে ২টি স্কুলের ব্যাগে ৫ কেজি করে ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা চৌকা পুরাডিহি এলাকার সাহেব মিস্ত্রির ছেলে শাহিন (২২), রানীনগর হঠাৎপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে নাজিম উদ্দিন (৩৫) ও পারচৌকা এলাকার বদিউর রহমান ওরফে বুদ্ধুর ছেলে রাকিব ওরফে বুলু (৩৪)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক নিয়ে কয়েকজন ব্যক্তি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।
খবর পাবার পর এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএমসহ ডিবি পুলিশের একটি দল দ্রুত দ্বারিয়াপুরে আরপি স্পেশাল রোকেয়া পরিবহনে তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট -কপোত নবী।