চুয়াডাঙ্গার মাদক ব্যাবসায়ি সহ ৩ মাদক ব্যবসায়ী ঝিনাইদহ র্যাব-৬’র জালে আটক
প্রকাশিত : ৫ জুন ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর ও চুয়াডাঙ্গা পৌরসভার মুক্তিপাড়া এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ৩০৭ লিটার বাংলা মদ চুয়াডাঙ্গার মুক্তিপাড়া থেকে দর্শনার শ্যামপুর গ্রামের আফতাবের ছেলে শহিদুল ইসলাম আশা ও একই গ্রামের ইয়াকুবের ছেলে সবিজকে আটক করা হয়।
অন্যদিকে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ মেহেদী হাসান (২৪) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত মেহেদী হাসান সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ওহাব আলী মোল্লার ছেলে। ঝিনাইদহ র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গার মুক্তিপাড়া থেকে তাদের আকট করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩০৭ লিটার বাংলা মদ, ০৩টি মোবাইল সেট ও ০৫টি সীম কার্ড উদ্ধার করা হয়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটগোপালপুর এলাকা দিয়ে মাদক পাচারের সময় মেহেদী হাসানকে ৩ কেজি গাঁজা, ৪’শ ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।