স্ত্রীসহ করোনায় আক্রান্ত ‘মাফিয়া ডন’ দাউদ ইব্রাহিম
প্রকাশিত : ৫ জুন ২০২০
করোনায় এবার আক্রান্ত হলেন কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিন। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী। শুধু দাউদ ও তার স্ত্রী না করোনা আক্রান্ত হয়েছেন এ ডনের একজন ব্যক্তিগত দেহরক্ষী এবং কর্মীও।
সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, দাউদের বডিগার্ড ও অন্য সহায়কদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। দাউদ ও তার স্ত্রী মেহেজবিন চিকিৎসাধীন। করাচির এক মিলিটারি হাসপাতালে দাউদ ও তার স্ত্রীর চিকিৎসা চলছে।
১৯৯৩ মুম্বাই বোমা বিস্ফারণের অন্যতম অভিযুক্ত দাউদ ও তার স্ত্রী করাচির মিলিটারি হাসপাতালে আগামী কয়েকদিন ভর্তি থাকবেন বলে জানা যাচ্ছে।