পাবনায় ভাড়া বাসায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার
প্রকাশিত : ৫ জুন ২০২০
বাকী বিল্লাহ:(বেড়া-সাঁথিয়া)পাবনা প্রতিনিধি: পাবনার সদরের দিলালপুরের একটি বাড়ি থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আজ শুক্রবার(৫ জুন) দুপুরের দিকে পুলিশ লাশগুলো উদ্ধার করেন।
নিহত ব্যক্তিরা হলো,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার (৬০) স্ত্রী ছুম্মা খাতুন (৫০)এবং মেয়ে সানজিদা খাতুন (২৪)।ঘটনাটির তথ্য নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতরা তাদেরকে কুপিয়ে হত্যা করে এবং বাড়ির সব মালামাল লুট করে নিয়ে যায়।
তবে ঘটনা ২/৩ দিন আগে ঘটেছে বলে পুলিশের দাবি। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি ঘটনাস্থল খতিয়ে দেখছি বিস্তারিত পরে জানানো যাবে।