নাঈমের স্পিনে ইনিংস ব্যবধানে জিতল তামিমরা
প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি ২০২০
ইনিংস হার এড়াতে মধাঞ্চলের শেষ দিনে দরকার ছিল আরও ২২৭ রান। আর তামিম-মুমিনুলের পূর্বাঞ্চলের জন্য ৭ উইকেট। ৩ উইকেটে ১১৫ রান নিয়ে খেলতে নেমে ৩৩ রান যোগ করেই দুই উইকেট হারায় মধ্যাঞ্চল। তাইবুর রহমান ও মিঠুনের ব্যাটে ম্যাচ ড্রয়ের জন্য লড়ে যায় তারা। তবে শেষ রক্ষা হয়নি। অফস্পিনার নাঈম হাসানের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে জয় তুলে নেয় পূর্বাঞ্চল।
২৯ ওভারে ৮৫ রানে ৬ উইকেট নিয়েছেন নাঈম। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার পঞ্চম পাঁচ উইকেট শিকার। এতে ইনিংস ও ৯ রানে হেরে যায় মধ্যাঞ্চল। নাঈমের স্পিনে ধরাশায়ী হয়ে দ্বিতীয় ইনিংসে ৩৩৩ রানে অলআউট হয়েছে মধ্যাঞ্চল। বল হাতে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া তাইজুল, দ্বিতীয় ইনিংসেও শিকার করেছেন ২টি উইকেট। প্রথম ইনিংসে নাঈমের শিকার ছিল ২টি উইকেট।
দলের পরাজয় এড়ানোর জন্য প্রাণপণ লড়াই করা মিঠুন করেছেন ইনিংস সর্বোচ্চ ৮৩ রান। এছাড়া তাইবুর পারভেজ ৬২ ও নাজমুল শান্ত করেছেন ৫৪ রান। তিনজনকেই আউট করেছেন নাঈম। এর আগে ম্যাচের প্রথম ইনিংসে তাইজুলের ঘূর্ণিতে ২১৩ রানে অলআউট হয়েছিল মধ্যাঞ্চল। সাইফ হাসান করেছিলেন ৫৮ রান। জবাবে তামিম ইকবালের রেকর্ড ৩৩৪ রান এবং মুমিনুলের ২১তম সেঞ্চুরিতে ৫৫৫ রানের পাহাড়ে চড়ে পূর্বাঞ্চল।