করোনা আক্রান্ত নাসিমের ব্রেন স্ট্রোক, চলছে অস্ত্রোপচার
প্রকাশিত : ৫ জুন ২০২০
করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচার চলছে তার। শুক্রবার ভোরে হাসপাতালের আইসিইউতে ব্রেন স্ট্রোক হয় তার। নাসিমকে সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। সিএমএইচ এর অ্যাম্বুলেন্স আসলেও রোগীর অবস্থা খারাপ হওয়ায় নেয়া সম্ভব হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন চলছে।
দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মোহাম্মদ নাসিমের পরিবার। রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তাঁর করেনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন। মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি। ২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।