দেওভোগের শরীফ হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
প্রকাশিত : ৪ জুন ২০২০
এম.রফিকুল্লাহ রিপন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার কাষিপুর ইউপির দেওভোগ নুর মসজিদ সংলগ্ন আদর্শ নগরের ব্যবসায়ী শরীফ মাদবর হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।বৃহস্পতিবার ( ৪ জুন ) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নিহত শরীফ মাদবরের পিতা আলাল মাদবরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, খুনী শেখ শাকিল, লালন, কানা লিমন, গরু শাকিল, রাব্বী, রবিন, আল আমিন, সম্রাট, শাহীন, দিপু সহ ২৬ জন খুনী নির্মমভাবে কুপিয়ে হত্যা করে শরীফকে। হত্যাকান্ডের ২ মাস অতিবাহিত হলেও খুনীরা পলাতক থেকে মামলা তুলে নিতে নানান ধরনের হুমকি প্রদান করছে। মামলাটি দ্রুত বিচার আইনে স্থানান্তর করে পিবিআইকে দিয়ে তদন্ত করার দাবী জানান।
নিহত শরীফ মাদবরের পিতা আলাল মাদবর খুনীদের গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করতে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত শরীফ মাদবরের মা রহিমা বেগম, বোন রেশমা ও বৃষ্টি, শ্বশুর সিদ্দিক, আনোয়ার হোসেন, মহিউদ্দিন মাহী, ফারুক, তাজুল ইসলাম সহ তিন শতাধিক এলাকাবাসী।