মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় ছাত্রলীগ নেতার ভাইকে কুপিয়েছে মাদকসেবীরা
প্রকাশিত : ৪ জুন ২০২০
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় মো. সোমেল সরদার (৩৫) নামে এক অটোমোবাইল ব্যবসায়ীকে কুপিয়েছে মাদকসেবীরা। বুধবার (০৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সোমেল সরদারের ভাই কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার জানান, বেশ কয়েক দিন আগে মাদকসেবী আজিম, মোবারক ও সাইফুলকে এলাকায় মাদক বিক্রি ও সেবন করতে নিষেধ করেন সোমেল। বুধবার রাতে ঐ মাদক সেবীরা আবারো মাদক বিক্রি ও সেবন করতে গেলে সোমেল সরদার বাধা দেন।
এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা সোমেল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কাশিয়ান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিহাব মেল্লা নামে ১ জনকে আটক করা হয়েছে।