ঠাকুরগাঁও এ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে “ইউ টার্ন” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন
প্রকাশিত : ৪ জুন ২০২০
মোঃ আব্দুস সাত্তার: করোনা ভাইরাসের কারণে উত্তরের জেলা ঠাকুরগাঁও এ বিভিন্ন শ্রমজীবী গরীব অসহায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এই জেলার বিভিন্ন উপজেলা লকডাওন এর কারনে নিম্ন মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের জীবন চেয়ে আছে সরকার ও ধনি মানুষের দিকে এক পোটলা ত্রাণ এর আশায়। আমাদের কাছ থেকে পাওয়া ঈদের উপহার পেয়ে আবুল মিয়ার চোখে এক সমুদ্র আনন্দ। কান্নাজরিত কন্ঠে বলেই ফেলল আল্লাহ তোমহার ভালো করবে,আবুল মিয়ার মত প্রায় ৭৫০ টি পরিবারের মুখে হাসির ঝলক আমরা দেখেছি। ঠাকুরগাঁও জেলায় প্রতিটি থানায় সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন ত্রাণ সামগ্রী বিতরণ করছে। ঠাকুরগাঁও জেলায় বালিয়াডাঙ্গী উপজেলার তিন ইউনিয়ন তথা পাড়িয়া, চাড়োল ও ধনতলা তে ঘরে বসে থাকা ৭৫০ কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ইউ টার্ন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।৭৫০ পরিবারের প্রত্যেককে চাল, সেমাই, দুধ, চিনি, মুড়ি, জীবানুনাশক সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ঈদ উপহার হিসেবে দেওয়া হয়। ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল ও এর সহধর্মিণী মোছাঃ লাভলী আসলাম,জনাব ফয়জুল ইসলাম হীরু, প্রোপাইটার সুলতান চা, মোঃ মোজাহারুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক, জিল্লুর রহমান, চেয়ারম্যান ১নং পাড়িয়া ইউনিয়ন, বিশিষ্ট ব্যবসায়ী সমরজিৎ সিংহ ছটকু, মোঃ আব্দুস সাত্তার, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি, সোনালী ব্যাংক লিঃ, মোঃ ওমর ফারুক আইটি কর্মকর্তা , বিশিষ্ট ব্যবসায়ী রোমান, সমাজসেবক খালেকুজ্জামান সুমন, মীর মোঃ আসিফুর রহমান, শিথিল, আল আমিন, জাকির, জোভিয়েল প্রমুখ।ইউটার্ন এর সদস্যরা বলেন, সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে আমরা বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছ। সরকারের দেয়া স্বাস্থ্যবিধিসহ সকল নিয়মকানুন মেনে আমরা অসহায় মানুষের পাশে থাকতে চায় । করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে এই জেলায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম, জন সচেতনতা তৈরি করা, জীবানুনাশক স্প্রে সহ সকল কার্যক্রম অব্যাহত থাকবে। ইউটার্ন এর প্রতিষ্ঠাতা মোঃ আব্দুস সাত্তার বলেন ঠাকুরগাঁও জেলায় পিছিয়ে পরা মানুষগুলো লকডাওন এর কারনে আরো মানবেতর জীবনযাপন করছে, এই অসময়ে তাদের পাশে থাকতে ইউটার্ন সর্বদায় প্রস্তুত। সমাজের সকল ধনী মানুষদের তাদের নিজ নিজ জন্মস্থানে এই অসময়ে অসহায় নিম্ন আয়ের মানুষদের পাশে দাড়ানোর আহব্বান জানাই। এটাই প্রকৃত সময় নিজের জন্মস্থানের ঋন অসহায় মানুষের মাঝে শোধ করার।চলুন সবাই এগিয়ে আসি।