ফের কলাপাড়ায় আরও এক গৃহবধু করোনা সনাক্ত
প্রকাশিত : ৩ জুন ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৩ জুন।। পটুয়াখালীর কলাপাড়ায় ফের নতুন করে আরও এক গৃহবধুর শরীরে করোনা সনাক্ত হয়েছে। বুধবার সকালে তার রিপোর্ট পজেটিভি আসে। তিনি সম্প্রতি ঢাকা থেকে এসেছেন। সে বর্তমানে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার। জানা গেছে, করোন সনাক্ত ওই গৃহবধুর বাড়ি উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে। তার বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
উল্লেখ এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা-৪। এর মধ্যে একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর তিনজন বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।