রাঙ্গাবালীতে বজ্রপাতে একজনের মৃত্যু আহত দুই

প্রকাশিত : ৩ জুন ২০২০

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে ফায়জুল মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার ছোটবাইসদিয়া ইউনিয়নের সাজিরহওলা গ্রামে তার মিতা ফজলু গাজী।মৃত্যু ফায়জুল বর্তমানে কাউখালী শ্বশুরবাড়ির এলাকায় থাকতেন।নিহত ফাইজুল এক মেয়ে ও দুই ছেলের বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে ফায়জুল মিয়াসহ কয়েকজন কাউখালীর চরে গেড়ে মটি কটতে যান। মাটি কাটার সময় বৃষ্টি ও বজ্রপাত হলে তারা মাটিকাটা ফেলে বাসার দিকে রওনা দেয়। একপর্যায় বজ্রপাত হলে ঘটনাস্থানে মৃত্যু হয় ফাইজুলের এবং সফিক বাঘ ও কুদ্দুস নামে দুইজন আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

 

আপনার মতামত লিখুন :