রাঙামাটিতে মাস্ক না পরায় ১৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
প্রকাশিত : ২ জুন ২০২০
রাঙামাটিতে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ১৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুন) সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা হয়। এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট একেএম মামুনুর রশিদ। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যপারে জেলা ম্যাজিস্ট্রেট একেএম মামুনুর রশীদ জানান, রাঙামাটি শহরের পুরাতন বাস টার্মিনাল ও বনরূপাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরার দায়ে ১৭ জনকে তিন হাজার চারশ টাকা জরিমানা ও তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তাদের নিজেদের সুরক্ষার জন্য ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরিধান করে বের হওয়ার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, করোনার ক্রান্তিকালে দেশের এমন বিদ্যমান পরিস্থতিতে মানুষকে বাঁচাতে এবং সচেতনতা বাড়াতে এ অভিযান পরিচালিত হচ্ছে। সমানের দিনগুলোতে এ অভিযান চলবে বলেও জানান ওই ম্যাজিস্ট্রেট।