ময়মনসিংহের সানকিপাড়া বাজারে কুলিং গ্যাস বিস্ফোরণে শ্রমিক নিহত

প্রকাশিত : ২ জুন ২০২০

ময়মনসিংহের সানকিপাড়া বাজারে কুলিং গ্যাস বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় বরফকলের মালিকসহ তিন আহত হন। মঙ্গলবার (০২ জুন) বিকেল চারটার দিকে সানকিপাড়া এ দুর্ঘটনা ঘটে। নিহতের শ্রমিকের নাম শাহ আলম। নগরীর ভাটিকাশর এলাকায় ভাড়া বাড়িতে থাকে সে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়ইকোনা গ্রামে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (০২ জুন) বিকেল চারটার দিকে সানকিপাড়া বাজারের একটি বরফকলের মেশিন মেরামত করছিলে নিহত শাহ আলমসহ মালিক শ্রমিকরা। এ সময় হঠাৎ বিকট শব্দে মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বরফকলের শ্রমিক শাহ আলম নিহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী জানান, বরফকলের কুলিং গ্যাস বিস্ফোরণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে প্রতীয়মান হচ্ছে। তবে এতে কারও অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

আপনার মতামত লিখুন :