এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন দৈনিক পরিবর্তন পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১ জুন ২০২০
ফরিদ আহমদ শিকদার : দৈনিক পরিবর্তনের নবীগঞ্জ প্রতিনিধি শুভ ২০২০ সনের এস এস সি পরীক্ষা সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন। মা-বাবার একমাএ ছেলে শুভ।বাবার নাম সুষেন অাচার্য্য ও মায়ের নাম কামনা অাচার্য্য। তিনি নবীগঞ্জ
উপজেলার ৯নং ইউ/পির বাউসা গ্রামে জন্মগ্রহন করেন। সেখান থেকেই তিনি পরিচিতি লাভ করেন। ২০১০ সাল থেকেই সাল শিক্ষাজীবন শুরু হয়।
নাদামপুর মির্জাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় (৩.৫৮) পেয়ে উর্ওীর্ন লাভ করেন ২০১৪ সালে। তারপর ২০১৫ সালে হযরত শাহ তাজ উদ্দিন (রঃ) উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় ৩.৮৬ পেয়ে
উত্তীর্ণ হন। ২০২০ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারপর ২০২০ সালের ৩১ শে মে জিপিএ ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হন। তিনি সবার নিকট দোয়া ও প্রার্থনা চেয়েছেন।