বলিউড অভিনেত্রী জোয়া মোরানির প্লাজমায় সুস্থ হলেন করোনা রোগী
প্রকাশিত : ৩১ মে ২০২০
করোনা থেকে বেঁচে ফিরে আরেক করোনা রোগীর চিকিৎসায় প্লাজমা দান করছেন বলিউড অভিনেত্রী জোয়া মোরানি। তার দেয়া প্লাজমা নিয়ে সুস্থও হয়েছেন সেই করোনা রোগী। এবার তিনি দ্বিতীয় করোনা রোগীর জন্য প্লাজমা দান করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্লাজমা ডোনেট করার একটি ছবি পোস্ট করে জোয়া লিখছেন, প্লাজমা ডোনেশন রাউন্ড ‘টু’। আগেরবার আমার প্লাজমায় সুস্থ হয়ে আইসিইউ থেকে বেরিয়েছেন এক রোগী। সেই অনুযায়ী এবার আমি মুম্বাইয়ের নায়ার হাসপাতলে প্লাজমা দান করলাম।
জোয়া মোরানি এর আগেও নায়ার হাসপাতালেই প্লাজমা দান করেছিলেন। বলিউড এই অভিনেত্রী সবার উদ্দেশে বলেন, যারা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তারাও যেন প্লাজমা চিকিৎসায় এভাবেই সাহায্য করেন।