খুলছে সৌদির নববীসহ ৯০ হাজার মসজিদ
প্রকাশিত : ৩১ মে ২০২০
করোনাভাইরাসের কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রোববার (৩১ মে) খুলে দেওয়া হচ্ছে সৌদি আরবের মদিনার মসজিদে নববীসহ অন্যান্য মসজিদ। তবে পবিত্র মক্কা নগরীতে মসজিদ খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সৌদি কর্তৃপক্ষ। মসজিদ খুললেও মুসল্লিদের মেনে চলতে হবে বেশ কিছু বিধিনিষেধ।
সৌদিতে ধীরে ধীরে করোনার সংক্রমণ কমতে থাকায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে। সৌদি আরবের মদিনার মসজিদে নববীসহ প্রায় ৯০ হাজার মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়েছে। সেই হিসেবে আজ থেকেই নামাজ পড়তে পারবে মুসল্লিরা।
মসজিদে নববীতে প্রায় ৪০ শতাংশ মুসল্লি নামাজ পড়তে পারবেন। বাকি মসজদগুলোতেও নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া পুরো সৌদিতে আজ থেকে কারফিউ বিধি নিষেধে পরিবর্তন আসছে।