কলাপাড়ায় নতুন করে শিক্ষিকাসহ দুই নারীর শরীরে করোনা সনাক্ত
প্রকাশিত : ৩১ মে ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,৩০মে।। পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে শিক্ষিকাসহ দুই নারীর শরীরে করোনা সনাক্ত হয়েছে। শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তদের একজন হলেন পৌর শহরের মাদ্রাসা রোড ছোট সিকদার বাড়ি এলাকার। তিনি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। অপরজন ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামের গৃহবধু। গত ২৪ মে কলাপাড়া হাসপাতাল থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, কলাপাড়ায় মোট ২০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ১৬০ জনের। এরমধ্যে ঢাকা ফেরত করোনা পজেটিভ এক গৃহবধু সুস্থ্য হয়েছেন এবং অপর একজন মাছ ব্যবসায়ী বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, পৌর শহরের আক্রান্ত গৃহবধুর বসতঘরসহ আশেপাশের তিনটি ঘর লকডাউন করা হয়েছে। একইভাবে ডালবুগঞ্জ ইউনিয়নের করোনা আক্রান্ত গৃহবধুর বসতঘরসহ প্রতিবেশীদের বসত লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আশা সবার নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।