কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন

প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,৩০জানুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ওইসব কৃষকদের হাতে এসব সার ও বীজ তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়্যারমান এস এম রাকিবুল আহসান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির মাহমুদ, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মিজানুর রহমান বুলেট আকন প্রমুখ।
উপজেলা কৃষি আফিস সূত্রে জানা গেছে, ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ এ উপজেলায় এক হাজার কৃষকের মাঝে সাড়ে ৬২ টন সার,৯০০ কেজি ভুট্রা,৭৫০ কেজি মুগডালের বীজ ও ৪০০জনকে ১১৬কেজি শাক সবজির বীজ বিতরন করা হয়েছে। এছাড়া ৪০০জন সবজি চাষীকে দুই লাখ টাকা প্রদান করা হয়।

 

আপনার মতামত লিখুন :