হবিগঞ্জের চুনারুঘাট মধ্যবাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশিত : ৩০ মে ২০২০
ফরিদ আহমদ শিকদার, হবিগঞ্জ : গভীর রাতে হবিগঞ্জের চুনারুঘাট মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার (২৯ মে) রাত ১টা দিকে বাজারের একটি ভুষিমালের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা আধাঘণ্টা চেষ্টার পর শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে কমপক্ষে ২০টি দোকান ভস্মীভূত হয়ে যায়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক সময় সংবাদকে বলেন, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে স্থানীয় মানুষের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। সার্বিক নিরাপত্তায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।