ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা দিয়েছেন র্যাব-৮
প্রকাশিত : ২৯ মে ২০২০
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৯ মে।। পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে র্যাব-৮ সদস্যরা। শুক্রবার দুপুরে উপজেলার মহিপুর বন্দরে এসব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় হয়।
প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল,দুই কেজি আলু, এক কেজি চিনি, এক কেজি চিরা, এক লিটার তেল, এক কেজি পিয়াজ ও এক প্যাকেট সেমাই প্রভৃতি দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক নাসির উদ্দিনসহ র্যাবের-৮ এর সদস্যরা।
পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন সাংবাদিকদের বলেন, ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সহায়তা বিতরন অব্যাহত থাকবে।