কলাপাড়ায় ছাদ থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
প্রকাশিত : ২৯ মে ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৯ মে ।। পটুয়াখালীর কলাপাড়ায় বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে গিয়ে শাহজাহান আকন(৪৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়ে। শুক্রবার দুপুরে দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাকে তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎস।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুপুরের পড়ে শাহজাহান স্থানীয় কদম আলী মৃধার বিল্ডিংয়ের ছাদে পানির টেঙ্কি ঠিক করার জন্য দ্বিতীয় তলায় (ছাদে) ওঠেন। পরে তিনি পা ফসকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল তিনটার দিকে তাকে মৃত ঘোষনা করে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. জে এইচ খান লেলিন জানান, ছাদ থেকে পড়ে শাহজাহানের মাথায় আঘাত লাগে। হাসপাতালে নিয়ে আসার পর জরুরী বিভাগে তার মৃত্যু হয়।