শৈলকুপায় কর্মহীন বৃদ্ধকে অটো ভ্যান উপহার
প্রকাশিত : ২৯ মে ২০২০
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় করোনায় কর্মহীন হয়ে পড়া এক বৃদ্ধ কে অটো ভ্যান উপহার দেয়া হয়েছে। উদ্ভাবনী চেতনা সংসদের উদ্যোগে শুক্রবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাব চত্ত্বরে এ ভ্যান উপহার দেয়া হয়। উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের ৫০ বছর বয়সী বৃদ্ধ কর্মহীন আবেদ আলী ৪৫ হাজার টাকা মুল্যের এ অটোভ্যান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উদ্ভাবনী চেতনা সংসদের সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ আশরাফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, আসলাম উদ্দিন, গোলাম মোস্তফা, সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া শৈলকুপা প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশ সহ সংবাদকর্মীরা ছিলেন। পরে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় ৩শ পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়। আম্পানে ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষিরা বিনামুল্যে এ সবজি বীজ পেয়ে স্বস্তি প্রকাশ করেন।