কলাপাড়ায় আম্ফানে ক্ষতিগ্রস্থ্যদের পূণর্বাসনে এগিয়ে এসেছে সেনাবাহিনী
প্রকাশিত : ২৯ মে ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ঘুর্ণিঝড় আম্ফানের তান্ডবে পটুয়াখালীর কলাপাড়ায় গৃহহারা অসহায় মানুষের পূণর্বাসনে এগিয়ে এসেছে সেনা বাহিনী সদস্যরা। উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়ায় এলাকায় বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসের ৪২ ফিল্ডের মেজর আতাউরের নেতৃতে তিনটি ঘর নির্মান করে দেয়া হয়। ঘূর্ণিঝড় আম্পানে তান্ডবে ওইসব ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। তাদের পরিবার পরিজন নিয়ে যখন খোলা আকাশের নিচে বসবাস করছিল। ঠিক সেই মুহুর্তে সেনাবাহিনী সদস্যরা ঘরগুলো নির্মাণ করে ক্ষতিগ্রস্থ মোহাম্মদ জাহিদ, আলম সিকদার ও নাজমা বেগমকে হস্তান্তর করেছেন।
ক্ষতিগ্রস্থ্য কলাপাড়ার মদিনা তুল উলুম নুরানী মহিলা মাদরাসার শিক্ষক আল আমিন বলেন, ঘূর্ণিঝড় আম্পানে তার ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত করে দেয়। মা-বাবা ও দুই কন্যা সন্তান নিয়ে তিনি বিপাকে পড়েন। ঠিক সেই সময়ে সেনাবাহিনী সদস্যরা কঠোর পরিশ্রম করে তার জন্য ঘর নির্মাণ করে দেয়ায় তিনি খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনা বাহিনীর প্রতি। এ ব্যাপারে শেখ হাসিনা সেনা নিবাসের সপ্তম পদাতিক ডিভিশনের সাত অর্টিলারি ব্রিগেডের ৪২ ফিল্ডের ক্যাপ্টেন ওয়াসিফ জানান,ঘূর্ণিঝড় আম্ফানে কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য গৃহহারাদের তালিকা করে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের নতুন ঘর নির্মান করে দেয়া হবে। এর আগে তারা আম্ফানে ক্ষতিগ্রস্থ্য দুই শতাধিক পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করেছেন।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্পানে পটুয়াখালীর কলাপাড়ার ৭২৪ টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। আংশিক ক্ষতিগ্রস্থ্য হয় পাঁচ হাজার ৪৫৫ টি ঘর । যার তালিকা উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের কাছে প্রেরণ করেছে।