বীর মুক্তিযোদ্ধা আবিদ উদ্দীন ওরফে হাবলু চৌধুরীর ইন্তেকাল

প্রকাশিত : ২৯ মে ২০২০

বীর মুক্তিযোদ্ধা আবিদ উদ্দীন ওরফে হাবলু চৌধুরী (৭৭) বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২ টায় শহরের তামাকপট্রি এলাকায় নিজ বাসায় হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্না…. রাজিউন । মৃত্যু কালে বীর মুক্তিযোদ্ধা হাবলু চৌধুরী ৩ পুত্র, ১ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন।

বৃহঃস্পতিবার বাদ আসর শহরের বাপ্পি স্নরনীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজিজুর রহমান ফতুল্লা সার্কেল এসি ল্যান্ড এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আবিদ উদ্দীন ওরফে হাবলু চৌধুরী কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এ সময় মরহুমের জানাজা নামাজে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কবির হোসেন সহ দল মত নির্বিশেষে অসংখ্য মানুষ অংশগ্রহন করেন।

জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা আবিদ উদ্দীন ওরফে হাবলু চৌধুরীর মরদেহ শহরের পাইকপাড়া বড় কবর স্হানে শায়িত করা হয়েছে। মানবিক বাংলাদেশ সোসাইটি নারায়নগঞ্জ জেলা কমিটি’র সহ সভাপতি সালাউদ্দীন চৌধুরী বিটু তার সদ্য প্রয়াত পিতা বীর মুক্তিযোদ্ধা আবিদ উদ্দীন ওরফে হাবলু চৌধুরী’র জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

আপনার মতামত লিখুন :