করোনায় মৃত্যুবরণকারীদের জানাজা, কাফন-দাফন ও সৎকার করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের টিম সদস্যরা

প্রকাশিত : ২৮ মে ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্রীমঙ্গলে এই প্রথম মৃত্যুবরণকারী শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল আহাদ এর জানাযা কালিঘাট রোডস্থ বায়তুল আমান জামে মসজিদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা শাখার টিম প্রধান তরুণ আলেম মাওলানা এহসানুল হক জাকারিয়ার সার্বিক তত্ত্বাবধানে এই জানাযায় অংশগ্রহণ করেন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন বাংলাদেশ এর শ্রীমঙ্গল শাখার টিম সদস্যরা পিপিই, হ্যান্ড গ¬াভস, মাস্কসহ করোনা প্রতিরোধক উপকরণ পড়ে জানাযায় অংশগ্রহণ করেন। জানাযার ইমামতি করেন- ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা শাখার টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়া। অপরদিকে, যথাযথ সংক্রমণবিধি অনুসরণ করে একই উপজেলার সবুজবাগে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা বিকাশ দত্ত এর সৎকার করেছে একরামুল মুসলিমীন ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা ও উপজেলা টিমের সদস্যরা।

একরামুল মুসলিমীন ফাউন্ডেশন এর এর টিম প্রধান এহসান জাকারিয়া জানান-শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এর মাধ্যমে একরামুল মুসলিমীন ফাউন্ডেশন এর জেলা ও উপজেলা শাখার টিম সদস্যরা মুক্তিযোদ্ধা বিকাশ দত্ত এর সৎকার কার্য সম্পাদন করে। একরামুল মুসলিমীন ফাউন্ডেশন এর টিম প্রধান এহসানুল হক জাকারিয়া ও সৎকার শাখার প্রধান মঞ্জু দাশ মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল পৌর শ্মশান ঘাটে রাত ১টা ২০ মিনিটে পৌছেন। এসময় শ্মশান ঘাটে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব জসিম উদ্দিন ও মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধার ছেলে বাপ্পা দত্ত।

এর আগে আগে মুক্তিযোদ্ধাের বাসা থেকে ট্রাকে করে মুক্তিযোদ্ধাল লাশ শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে আসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানাসহ শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম। জেলা টিম সদস্যদের পাশাপাশি উপজেলা টিম সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-হেলাল উদ্দিন ও হারুন মিয়া। সংগঠনের জেলা টিম প্রধান এহসান জাকারিয়া জানান- জেলার যে কোনো উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিকে যতাযত নিয়মে জানাযা ও দাফন, কাফন ও সংকার করতে চাইলে আমাদেরকে ফোন করলেই আমরা চলে যাবো তাদের দাফন কাফনে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এই প্রথম আমরা করোনায় মৃত্যুবারণকারী ব্যক্তির কাফন, জানাযা ও দাফন করেছি। শ্রীমঙ্গল উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম জানান-যথাযথ সংক্রমণবিধি অনুসরণ করে বুধবার ভোররাতে বীর মুক্তিযোদ্ধা বিকাশ দত্ত এর সৎকার করা হয়েছে।

রাতেই সৎকার করার কারণে গার্ড অব অনার দেয়া হয়নি। পরিবারের লোকজন করোনা সন্দেহ করায় মৃত্যুবরণকারী বিকাশ দত্ত এর স্যাম্পল নেয়া হয়েছে। পরিবারের সবার স্যাম্পল নেয়া হবে। রিপোর্ট আসার আগ পর্যন্ত তারা কোয়ারেন্টাইনে থাকবে। উলে¬খ্য- পৌর কাউন্সিলর মোঃ আব্দুল আহাদ কয়েকদিন যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত ২৩ মে তার নমুনা সংগ্রহ করা হয় এবং ২৫ মে রিপোর্টে করোনা পজিটিভ আসে। গত ২৬ মে সকাল সাড়ে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।

 

আপনার মতামত লিখুন :