নবীগঞ্জে রাতের আঁধারে ৩ টি দোকানে দুঃসাহসিক চুরি
প্রকাশিত : ২৮ মে ২০২০
ফরিদ আহমদ শিকদার, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মঙ্গলবারে রাতে নবীগঞ্জের পৌর এলাকার হাসপাতাল রোডের ৩টি ঔষধের দোকানের থালা ভেঙে ঔষধ, সিলিং ফ্যান ও টাকা চুরির ঘটনা ঘটেছে। উপজেলার পৌর এলাকার হাসপাতাল রোডের কর্নেল কানু দাশের মার্কেটের অসিত মেডিকেল হল ও চুন্নী লাল ড্রাগ হাউজ ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের মার্কেটের নিউ অসিত মেডিকেল হলসহ ৩টি দোকানে থালা ভেঙে সিলিং ফ্যান, ঔষধ ও ক্যাশের ড্রয়ার ভেঙ্গে নগদ টাকাসহ কয়েক হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় একদল চুর।
দোকান মালিক কুর্শি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অমলেন্দু সূত্রধর জানান, পরের দিন দোকান খুলতে গিয়ে চুরির ঘটনাটি দেখে বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও নবীগঞ্জ থানা প্রশাসনকে চুরির বিষয়টি অবহিত করেন। এ ব্যপারে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস.আই সামছুল হক বলেন, বিষয়টি জানার পর দোকান পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের ধরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।