করোনা ভাইরাসের মধ্যেই কৃষকের দুটি গরু বজ্রপাতে মারা গেল
প্রকাশিত : ২৭ মে ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: করোনা ভাইরাসের মধ্যেইবাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুটি গরু মারা গেছে। বুধবার উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। গরু দুটি রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের কৃষক মো. ইব্রাহীম বেপারীর বলে জানা গেছে।
রায়েন্দা ইউনিয়নের এক নম্বব উত্তর রাজাপুর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন খান জানান, ইব্রাহিম বেপারী সকালে গরু দুটি গোয়াল থেকে ছাড়ার পর ঘাস খেতে খেতে পার্শ্ববর্তী ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামে ঢুকে পড়ে।
প্রবল বেগে বৃষ্টি শুরু হলে ওই গ্রামের সেলিম হাওলাদারে বাড়ির সামনে একটি গাছের নিচে গরু দুটি আশ্রয় নেয়। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়। দরিদ্র কৃষকের গরু দুটির দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা বলে ওই ইউপি সদস্য জানান।