এম এ মজিদ সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মজিদের ইন্তেকাল

প্রকাশিত : ২৭ মে ২০২০

বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক সাবেক সচিব এবং এম এ মজিদ সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মজিদ গত ২১ মে ২০২০ তারিখে রাত ৭:৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সব্যসাচী ও কীর্তিমান মহান এ ব্যক্তিটি ১৯২৬ খ্রিষ্টাব্দে কাপাসিয়া উপজেলার খিরাটী গ্রামে এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা ও শিক্ষাদান ছিল তাঁর জীবনের মূলভিত্তি। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কলকাতা রয়েল এয়ার ফোর্স ক্যাডেটে অধ্যয়নরত ছিলেন। নেদারল্যান্ডের ডেলফ ইউনিভার্সিটি থেকে অর্থনীতি বিষয়ে এম এ ডিগ্রি অর্জন করেন।

তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের ওপর গবেষণার জন্য জাতিসংঘ কর্তৃক বৃত্তি ও পুরস্কার লাভ করেন। তিনি প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের শিল্প বিষয়ক যুগ্ম পরিচালক ছিলেন। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও এইচ এম এরশাদ উভয়ের আমলে মন্ত্রীসভার সম্মানিত উপদেষ্টা ছিলেন। এছাড়া তিনি সাংসদও ছিলেন। তাঁর লেখা জনপ্রিয় গ্রন্থ হলো “আগামী ১০০ বছরের কিশোর ও কিশোরীদের জিজ্ঞাসা”।তাঁর মতে, জীবনের মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন করা।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপী, প্রেমময় স্বামী ও অতিউত্তম পিতা। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও নাতি নাতনি রেখে যান, যারা সবাই আমেরিকার বাসিন্দা। মরহুমের পরিবার সকলের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত করেন।

 

আপনার মতামত লিখুন :