দিনাজপুরে ঝড়ে আম ও লিচুর ক্ষতি
প্রকাশিত : ২৭ মে ২০২০
দিনাজপুরে মঙ্গলবার (২৬ মে) রাত ১টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়-বাতাস আর বৃষ্টিতে আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। বড় বড় আম গাছ ও লিচুর গাছ উপড়ে পড়েছে। অনেক ডালপালা ভেঙে গেছে। ঝড়ে ১৫ শতাংশ আম ও লিচুর ক্ষতি হয়েছে।
সদর উপজেলার মাসিমপুর, কসবা, মালিগ্রাম, পুলহাট, বিরল উপজেলার রামপুর, কাজিপাড়া, রানীপুকুর কামদেবপুর ও চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় বাতাসে ব্যাপক ক্ষতি হয়েছে আম লিচুর। এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেবেন তা নিয়ে দুঃচিন্তায় রয়েছেন। দিনাজপুরের ১৩ উপজেলায় এবার ৬ হাজার হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৫ হাজার মেট্রিক টন।
বুধবার (২৭ মে) সকালে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক তৌহিদুল ইকবাল জানিয়েছেন, ঝড়ে আমের ক্ষতি হয়েছে ২০ শতাংশ, লিচুর ক্ষতি হয়েছে ১০ শতাংশ। তবে জেলার ১৩ উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।