গলাচিপা উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি
প্রকাশিত : ২৭ মে ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় পবিত্র ঈদ-ইল-ফিতর এর পরবর্তী সময়ে উপজেলা ও পৌর আ’লীগ সভাপতি ও সম্পাদক সহ নেতা কর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন পটুয়াখালী-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা। মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় গলাচিপা উপজেলা আওয়ামী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে-এর সভাতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা।
এসএম শাহজাদা এমপি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে এক সংকট কালীন সময় পার করছে সারা বিশে^র মত বাংলাদেশও। আমরা অন্য সব ঈদের মত এবার ঈদ উৎযাপন করতে পারছি না। করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ আমাদের থেকে বিদায় নিয়ে চির নিদ্রায় সায়িত আছেন। তাই আমরা তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং সামনে করোনা ভাইরাসের ভয়াবহতার হাত থেকে রক্ষার জন্য সাধারণভাবে ঈদ পালন করছি।
সবাইকে সাবধান থাকতে হবে। একটু ভুল হলেই দেশের অনেক বড় ক্ষতি হতে পারে। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই আমাদের কাজ করতে হবে। প্রতিটি মানুষই আমাদের সম্পদ। এই সম্পদকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে এবং পরস্পর সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সবাইকে আবারো ঈদের পরবর্তী শূভেচ্ছা জানান।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মস্তফা টিটু, সহ-সভাপতি হাজী মো. মজিবুর রহমান প্যাদা, উপজেলা আ’লীগের ত্যাগী নেতা মাঈনুল ইসলাম রনো, ঢাকা কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন মাসুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, তপন বিশ^াস, উপজেলা যুবলীগ নেতা আলমগীর হোসেন, ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ আসিফ, সাধারন সম্পাদক মো. জাহিদ হোসাইন প্রমুখ।