পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই হাজার তালেবান যোদ্ধাকে মুক্তি দিচ্ছে আফগানিস্তান
প্রকাশিত : ২৫ মে ২০২০
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান সরকারের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবানরা। সম্প্রতি সরকারি সেনাদের উপর হামলার জের ধরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে তাদের স্বাগত জানিয়ে তালেবান বন্দীদের মুক্তি দিচ্ছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আলজাজিরা জানায়, কয়েক সপ্তাহে সরকারি বাহিনীর ওপর একাধিক হামলার পর আকস্মিকভাবে সাময়িক যুদ্ধ বিরতি দেয় তালেবান।
এরপর বন্দী তালেবান যোদ্ধাদের মুক্তিদানের প্রক্রিয়া শুরু হয়। এই সাময়িক অস্ত্র বিরতি ভবিষ্যতে দীর্ঘমেয়াদি করে তুলতে রোববার এমন পদক্ষেপ নিয়েছে আফগান সরকার। মুক্তি পেতে যাচ্ছে দুই হাজার বন্দী তালেবান যোদ্ধা। তিন দিনের যুদ্ধ বিরতির প্রস্তাব গ্রহণের পর আশরাফ ঘানি জানান, শান্তি আলোচনা চালিয়ে যেতে তারা প্রস্তুত আছেন।
ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত হওয়া মার্কিন-তালেবান চুক্তি অনুসারে আফগান সরকার ৫০০০ তালেবান বন্দিকে মুক্তি দেবে এবং বিদ্রোহীরা আফগান বাহিনীর এক হাজার সদস্যকে মুক্তি দেবে। তবে ২০১৮ সালের ঈদের সময়ও এ ধরণের ঘোষণা এসেছিল এবং তখন আসলে সেটি আর দীর্ঘায়িত হয়নি। সূত্র: বিবিসি