বাগেরহাটে বিভিন্ন ইউনিয়নে কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ
প্রকাশিত : ২৩ মে ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের উদ্যোগে হতদরীদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপরোক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এর আগে লখপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, সংরক্ষিত মহিলা সদস্যা অঞ্জলী রানী দাশ, ইউনিয়ন আ,লীগের সাঃ সঃ এমডি সেলিম রেজা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। অপরদিকে মূলঘর ইউনিয়নে পরিষদ চত্তরে ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার এর সভাপতিত্বে অনুরুপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।