মাদারীপুরে কুমার নদে স্ত্রীর ভাসমান মরদেহ, স্বামীকে জিজ্ঞাসাবাদ
প্রকাশিত : ২৩ মে ২০২০
মাদারীপুরে শারমিন আক্তার (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুরে রাজৈরের শংকরদিপাড় এলাকার কুমার নদ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আকাশ শেখকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) বিকেলে শিবচরের চরকামারকান্দি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি রাজৈরের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের উদ্দেশে রওনা দেন গৃহবধূ শারমিন। পরে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন অনেক খোঁজখুঁজি করে।
শনিবার দুপুরে শংকরদিপাড় এলাকার কুমার নদে ওই গৃহবধূর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আকাশকে আটক করেছে পুলিশ। এদিকে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত জাহান। সূত্র : সময় সংবাদ