রাউজানে সাংসদের জন্য মন্দিরে প্রার্থনা, বাবুল ও ম্যালকমের রোগমুক্তি কামনা
প্রকাশিত : ২৩ মে ২০২০
আমির হামজা, রাউজান প্রতিনিধি: রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী করোনাভাইরাস ভাইরাস পরিক্ষায় নেগেটিভ আসায় মহান ঈশ্বরের নিকট প্রার্থনা করেছেন সনাতন ধর্মের পৌরতিত ও ধর্মীয় গুরুরা। ২২ মে শুক্রবার সন্ধ্যায় এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের একটি ঠাকুর ঘরের মন্দিরে।
জানা যায়, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে আশু রোগ মুক্তি কামনা ও সাংসদের দীর্ঘায়ু কামনায় এই প্রার্থনার আয়োজন করা হয়। মন্ডপের পৌরহিত লিটন চক্রবর্তী পৌরতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ প্রার্থনা সভায় পৌর এলাকার অর্ধ শত ধর্মীয় পৌরহিত অংশ গ্রহন করেন। তারা সৃষ্টিকর্তার নিকট রাউজানের মাননীয় সাংসদ আধুনিক রাউজানের রূপকার জননন্দিত নেতার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
একই সাথে করোনাভাইরাসে আক্রান্ত উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ও সাংসদের নিরাপত্তা কর্মী, সাবেক ছাত্রনেতা ম্যালকম চক্রবর্তী সহ দেশে আক্রান্ত সকল মানুষের জন্য সৃষ্টিকর্তার নিকট আশির্বাদ কামনা করা হয়।