রাহুল রাজের কথায় বাসুদেবে কন্ঠে ‘ময়না পাখির মায়ায়’
প্রকাশিত : ২২ মে ২০২০
নিজস্ব প্রতিনিধি : ‘ভালোবাসার ময়না পাখি এখন জানি কার’ খ্যাত কোলকাতার শিল্পী বাসুদেব রাজ বংশী এবার রাহুল রাজ এর কথায় ‘ময়না পাখির মায়া’ নামে একটি বিরহের অ্যালবাম প্রকাশ করছে। অ্যালবামে থাকছে ১০ টি গান। ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে শিরোনামে রাহুল রাজ এর লেখা গানটি বাসুদেব রাজ বংশীর কন্ঠে পেয়েছে ব্যপক জনপ্রিয়তা।
এবারের গান গুলোও দর্শকনন্দিত হবে হবে আশাব্যক্ত করেছেন গীতিকার রাহুল রাজ। তিনি জানান, বাংলাদেশের অনেক গীতিকারের গান বাসু দেব রাজ বংশী খুব সুন্দর গায়। তার গলায় গান গুলো খুব ভাল লাগে। বাসুদেবের পূর্ব পুরুষ ছিলেন বাংলাদেশের। তার জন্য গান লিখতে পেরে খুব ভাল লাগছে। এবারের বিরহের গান গুলো সব শ্রেণীর শ্রোতাদের কাছে ভাল লাগবে।
বাসুদেব রাজ বংশীর বাংলাদেশ শো করতে আসার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটা পিছিয়ে গেছে। এদিকে বাংলাদেশের রাহুল রাজ প্রথম বারের মত কোলকাতার বিখ্যাত পরিচালক ঋত্তিক ঘটকের নতুন সিনেমার দুটো গানে গীতিকার হিসাবে টলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছে।