শার্শায় গাছ চাঁপায় নিহত চার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক ও নগত অর্থ প্রদান
প্রকাশিত : ২২ মে ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: আম্পান তান্ডবের মধ্যে শার্শা উপজেলায় গাছ ও ঘর চাঁপা পড়ে নিহত চার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক ও নগদ টাকা তুলে দেওয়া হয়েছে। শুক্রবার(২২ মে)সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল প্রতিটি বাড়িতে গিয়ে স্বজনদের হাতে ২০হাজার টাকার চেক, নগদ টাকা ও ত্রান সামগ্রী তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমার মন্ডল জানান,নিহত চারজনের মধ্যে উপজেলার সামটা গ্রামের আব্দুর গফুর পলাশীর বড় ছেলে মুক্তার আলি (৬৫) ও গোগা গ্রামের শাহাজান আলির স্ত্রী ময়না খাতুন (২৫) গাছ চাপা পড়ে এবং উপজেলা সদরের শার্শা গ্রামের মালো পাড়ায় প্রয়াত সুনিল বিশ্বাসের ছেলে গোপাল বিশ্বাস(৬৫) ও মহিষাকুড়া গ্রামের মোবারক আলির ছেলে মিজানুর রহমান(৬৪) ঘর চাপা পড়ে মারা যায়।
ঘূর্ণিঝড় আম্পান তান্ডবের সময় বসত ঘরের উপর গাছ ভেঙে পড়ে মারা যায় মুক্তার ও ময়না।আর ঘর চাপা পড়ে মারা যায় গোপাল ও মিজানুর।তাদের বাড়ি বাড়ি যেয়ে স্বজনদের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের ২০হাজার টাকার চেক, নগদ টাকা ও ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়েছে।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া ও বাগআচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল উপস্থিত ছিলেন।