ময়মনসিংহের ভালুকায় ফ্রিজের গোডাউনে আগুন
প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২০
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সিডস্টোর বাজারের শামীম মার্কেটের নিচতলার একটি ফ্রিজের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারের উত্তর পাশে শামীমের মার্কেটে আগুন লাগে বলে স্থানীয়রা জানান।
তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণের খবর পাওয়া যায়নি। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ইকবাল হাসান জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ শুরু করে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।