বান্দরবানে করোনা ভাইরাস সংকটে রেড ক্রিসেন্ট সোসাইটির নগদ ৯০ লক্ষ টাকা অর্থ সাহায্য প্রদান
প্রকাশিত : ২১ মে ২০২০
রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে করোনা ভাইরাস সংকটে রেড ক্রিসেন্ট সোসাইটির নগদ অর্থ সাহায্য প্রদান করা হয়েছে। ২১ মে বৃহস্পতিবার সকালে বান্দরবান শহরস্থ বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি জনাব ক্য শৈ হ্লার সভাপতিত্বে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও দরিদ্র পৌর এলাকার ৫০০ মানুষকে (জনপ্রতি ৪৫০০ টাকা) করে নগদ অর্থ প্রদান করা হয়।নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং । এই সময় বিশেষ অতিথি জেলা প্রশাসক জনাব দাউদুল ইসলাম,পুলিশ সুপার জনাব জেরিন আকতার সহ বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও উপকারভোগী অনেকে।অনুষ্ঠানে অতিথিরা বলেন বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটি পুরো জেলায় ২ হাজার অসহায় মানুষকে একই হারে নব্বই লক্ষ নগদ টাকা সাহায্য প্রদান করবে বলে । বিপদের দিনে মানুষের পাশে নগদ অর্থ প্রদান করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে সকল অতিথিবৃন্দ এবং উপকারভোগী মানুষজন রেড ক্রিসেন্ট সোসাইটিকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানান।