পটুয়াখালীর ঝালকাঠিতে আশ্রয়কেন্দ্রে উঠেছেন জেলেরা
প্রকাশিত : ২০ মে ২০২০
রহিম রেজা, ঝালকাঠি থেকে: ঝালকাঠিতে ঘুর্ণিঝড় ‘আম্পানে’ দুর্যোগপূর্ণ আবহাওয়ার শঙ্কা শহরের সুগন্ধা নদীর জেলে পাড়ার বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টায় পর থেকে পার্শ্ববর্তী সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে কয়েকটি পরিবার আশ্রয় নেয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচটি কক্ষে ৫টি পরিবার আশ্রয় নিয়েছে। সুগন্ধা নদী পাড়ের এলাকাটিতে বিভিন্ন পেশার তিন শতাধিক পরিবার বসবাস করে। সেখানকার আরও অনেকগুলো পরিবার আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে।
জেলায় এখন পর্যন্ত অন্য আশ্রয়কেন্দ্রে মানুষজন আশ্রয় নেয়া শুরু করেনি। তবে জেলাজুড়ে মোট ২৭৪টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। এদিকে সকালে জেলায় গুমোট আবহাওয়া বিরাজ করলেও দুপুরের পর থেকে এখন পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক রয়েছে।