হরিনাকুন্ডুতে করোনা সংক্রমণ রোধে জীবাণুনাশক টানেল সেনাবাহিনী স্থাপন
প্রকাশিত : ১৯ মে ২০২০
তারেক জাহিদ, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা দোয়েল চত্তরে মহামারি (কোভিড-১৯) করোনা ভাইরাস সংক্রমণের হাত জনগনকে বাচাতে মঙ্গলবার দুপুরে জীবানুনাশক টানেল স্থাপন করলো সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ।
সময় এই টানেলের উদ্বোধন করেন যশোর সেনানীবাসের সিও লেঃকর্ণেল নাসির উদ্দীন আহম্মেদ (পিএসসি) ,উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মারুফ , ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু , উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন , উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা , হরিণাকুণ্ডু পৌর মেয়র শাহীনুর রহমান রিন্টু সহ অনেকে।