১৩৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত : ১৯ মে ২০২০

ফরিদ আহমদ শিকদার:  গতকাল ১৮ মে সোমবার বিকাল ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে এসএমপির শাহপরাণ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করেন। অভিযানে সিলেট জেলার শাহপরান থানাধীন পূর্ব সাদাটিকর জনৈক রফিক মিয়ার বসত বাড়ীর পূর্ব পাশের্^র একটি পাকা রাস্তার উপর থেকে ১৩৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৯।

গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার জকিগঞ্জ থানার শাহবাগ গ্রামের মৃত আব্দুল সাত্তার এর পুত্র মো: হারেছ (৩৫) ও সিলেট জেলার জকিগঞ্জ থানার শাহ জালালপুর গ্রামের মৈয়ব আলীর পুত্র বিল্লাল আহমেদ (৪৩)। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

 

আপনার মতামত লিখুন :