পাবনা জেলার সকল দোকানপাট, মার্কেট, শপিংমল বন্ধ ঘোষণা
প্রকাশিত : ১৯ মে ২০২০
বাকী বিল্লাহ:(বেড়া-সাঁথিয়া) পাবনা প্রতিনিধি: পাবনা সদরসহ জেলার সকল উপজেলার দোকানপাট, মার্কেট, শপিংমল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে পাবনা জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এক আদেশে এ ঘোষণা দেয়া হয়।তবে নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং ঔষধ ফার্মেসি আগের অনুযায়ী খোলা থাকছে। পাবনায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বিধি না মানায় এবং ব্যাপক ভীড় হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসনের এই আদেশ জেলা সদরে মানা হলেও উপজেলার অনেক জায়গাতেই মানা হচ্ছে না।জেলার অন্যতম বানিজ্য কেন্দ্র করমজা চতুর হাটের মঙ্গলবারের চিত্র ছিলো ভয়ংকর। এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত ফুটপাতসহ সবধরনের দোকান শপিংমল খোলা রেখেছিল ব্যাবসায়ীরা।