কলাপাড়ায় স্কুল ফিডিং কর্মসূচীর বিস্কুট বিতরণ কর্মসূচী উদ্বোধন

প্রকাশিত : ১৮ মে ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৪ মে।। পটুয়াখালীর কলাপাড়ায় দারিদ্র প্রীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচীর বিস্কুট বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এ কর্মসূচীর উদ্বোধন করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ড.শহীদুল ইসলাম বিশ্বাস। সংক্ষিপ্ত সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি অভিভাবকদের হাতে বিস্কুটের প্যাকেট তুলে দেন। এ সময় শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :