শিশুদের রাজ্যে স্বাগতম নামের একটি কক্ষ উদ্ভোধন
প্রকাশিত : ১৮ মে ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ১৮মে।। পটুয়াখালীর কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের রাজ্যে স্বাগতম নামের একটি কক্ষ উদ্ভোধন করা হয়েছে। এ কক্ষে রয়েছে বঙ্গবন্ধু জীবন নিষ্ঠ ছবি ও গ্যালারী। সোমবার সকালে ফিতা কেটে এটির উদ্ভোধান করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি।
শিশুদের এ রাজ্যেটি ঘুরে দেখে তিনি মুগ্ধ হন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ ড.শহীদুল ইসলাম বিশ্বাস, মো আবুল বাসার উপোজেলা প্রথমিক শিক্ষা অফিসার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।