কালীগঞ্জে সাবেক চেয়ারম্যান ২৫০পরিবারকে দিলেন শাড়ী, লুঙ্গী ও চাল
প্রকাশিত : ১৮ মে ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫০ দরিদ্র পরিবারের মধ্যে শাড়ী, লুঙ্গী ও চাল বিতরণ করা হয়েছে। শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান¡ গোলাম রসুল ও তার ভাই গোলাম মোস্তফার অর্থায়নের এলাকার দরিদ্র নারী-পুরুষদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিশেষ করে করোনার এ সংকটে কর্মহীন হয়ে পড়া পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়।
রোববার বিকালে পাতবিলা গ্রামের ৫০ পরিবারের মধ্যে এসব শাড়ী, লুঙ্গী ও চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল, সমাজ সেবক গোলাম মোস্তফা, সাবেক ওয়ার্ড আওয়ামলীগ সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক ইউপি মেম্বার শহিদুল ইসলাম, মনছুর আলী, সমাজ সেবক নুর মোহাম্মদ মোল্লা, মকবুল হোসেন মোল্লা ও সিরাজুল ইসলাম।