বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা দশমিনায় ৩হাজার ২শ” পরিবারের মাঝে
প্রকাশিত : ১৮ মে ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহবানে সারা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠান বসুন্ধরা গুরুপ ও মবিল যমুনা বাংলাদেশ, ঢাকার ব্যবস্থাপনা পরিচালকের আর্থিক অনুদানে উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) দূর্যোগ পরিস্থিতিতে পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৩২শ” পরিবারের তালিকাভুক্ত করা হয়েছে।
ওই তালিকাভুক্ত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের বিতরন ব্যবস্থাপনায় গতকাল সোমবার সকাল ১০টায় উত্তর আরজবেগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও উপজেলা পরিষদ মাঠে ১৫শ”ব্যাগ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের ভূমি সংস্কার সচিব তরফদার আক্তার জামিল, উপজেলার নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহামুদ লিটন, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন ভুট্টো, সমাজ সেবক মোঃ নাসির উদ্দিন সিকদার (সান্টু) প্রমুখ। প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্ত, সমাজে নির্যাতিত পরিবারের রয়েছে।