ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ১২০

প্রকাশিত : ১৭ মে ২০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ৪ হাজার ৯৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯০ হাজার ৯২৭। এছাড়া, গত একদিনে ১২০ জন মারা গেছে। করোনায় এপর্যন্ত মোট ২ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মোট ৩৪ হাজার ১০৯ জন সুস্থ হয়েছে।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে করোনার উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী রোববার (১৭ মে) ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে আরও ২৭৯ জন। মোট মারা গেছেন ২ হাজার ৮৭২ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭২। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২২৪ জন। এ মুহূর্তে চিকিৎসাধীন আছেন ৫৩ হাজার ৮৩১ জন করোনা রোগী।

এছাড়া ভারতে এখন নাগাদ মোট করোনা টেস্ট করা হয়েছে ২২ লাখ ২৭ হাজার ৬৪২ জনের। এদিকে করোনার উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত ৮২ হাজার ৯৪৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।

 

আপনার মতামত লিখুন :