এমপি শেখ হেলাল উদ্দিনের নির্দেশনায় রাস্তা ও ড্রেনে ছিটানো হল জীবানু নাশক পানি
প্রকাশিত : ১৭ মে ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাট-১ আসনের সাংসদ সদস্য জনাব শেখ হেলাল উদ্দিনের নির্দেশনায় বাগেরহাট পৌরসভা ও আশপাশের রাস্তা ও ড্রেনে জীবাণু নাশক পানি ছিটানো হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর আহ্বানে বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান এই পানি ছিটানো কাজের উদ্বোধন করেন।
বাংলাদেশ ট্যাংক লড়ী অনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেনের উপস্থিতিতে পানি ছিটানোর উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য জনাব শেখ খালিদ হোসেন,আওয়ামী লীগ নেতা সরদার ওমর ফারুকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বাংলাদেশ ট্যাংক লড়ী অনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাট খুলনাসহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপির নির্দেশনায় আমার ব্যক্তিগত প্রচেষ্টায় খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট,টুঙ্গপাড়াসহ এ অঞ্চলের জেলা সমূহে জীবাণু নাশক পানি ছিটানো হয়েছে। দ্বিতীয় ধাপে ১০ টি ট্যাংক লড়ীতে করে বাগেরহাট পৌরসভা ও আশপাশের বিভিন্ন সড়কে ও ড্রেনে পানি ছিটানো হয়েছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে বলে তিনি জানান।