রাণীনগরে কৃষক-কৃষাণীদের মাঝে সবজির বীজ বিতরণ

প্রকাশিত : ১৭ মে ২০২০

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সাংসদ ইসরাফিল আলম দেশী-বিদেশি বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করেন।

সাংসদের নিজস্ব আর্থিক সহযোগীতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার দুপুরে উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০ জন কৃষক-কৃষাণীদের মাঝে ডাটা শাক,কলমি শাক, লাল শাক, চাল কুমড়া, সিম, পুঁই শাক, শসাসহ প্রায় ১২ জাতের সবজির বীজ বিতরণ করেন সাংসদ ইসরাফিল আলম।

ধারাবাহিকভাবে প্রায় পাঁচ হাজার কৃষক-কৃষাণীর মাঝে এসব বীজ বিনা মূল্যে বিতরণ করা হবে। বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবিব, সবজি চাষী কৃষক-কৃষাণী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আপনার মতামত লিখুন :